নভি মুম্বইয়ে বহুতলে আগুনে মৃত ৪, কমপক্ষে ১০ জন আহত
মুম্বই, ২১ অক্টোবর (হি.স.): নভি মুম্বইয়ে একটি বহুতলে আগুনে মৃত্যু হয়েছে ৪ জনের। এছাড়াও কমপক্ষে ১৪ জন আহত হয়েছে। মৃতদের মধ্যে ৬ বছরের একটি শিশুকন্যাও রয়েছে। মঙ্গলবার ভোররাতে ভাসির সেক্টর ১৪, ৪৮/২৪, ২৫, ২৬ নম্বর প্লট রাহেজা রেসিডেন্সিতে ভয়াবহ অগ্নিক
নভি মুম্বইয়ে বহুতলে আগুনে মৃত ৪, কমপক্ষে ১০ জন আহত


মুম্বই, ২১ অক্টোবর (হি.স.): নভি মুম্বইয়ে একটি বহুতলে আগুনে মৃত্যু হয়েছে ৪ জনের। এছাড়াও কমপক্ষে ১৪ জন আহত হয়েছে। মৃতদের মধ্যে ৬ বছরের একটি শিশুকন্যাও রয়েছে। মঙ্গলবার ভোররাতে ভাসির সেক্টর ১৪, ৪৮/২৪, ২৫, ২৬ নম্বর প্লট রাহেজা রেসিডেন্সিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ বছরের এক শিশুকন্যা-সহ ৪ জনের মৃত্যু হয়েছে।

ভাসি বিভাগের এসিপি আদিনাথ রঘুনাথ বুধবন্ত বলেন, দশম তলায় গভীর রাত ১২:৩০ মিনিটে হঠাৎ আগুন লাগে এবং ১১ ও ১২ তলায় ছড়িয়ে পড়ে। মোট ১৪ জন আহত হন, যাদের মধ্যে ৪ জন মারা যান। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন নিভে গেছে এবং কারণ অনুসন্ধানের জন্য তদন্ত চলছে।

মৃতরা হলেন বেদিকা সুন্দর বালাকৃষ্ণন (৬), কমলা হীরালাল জৈন (৮৪), সুন্দর বালাকৃষ্ণন (৪৪), এবং পূজা রাজন (৩৯) - সকলেই রাহেজা রেসিডেন্সির বাসিন্দা। আহতদের মধ্যে ঘোষ, জৈন এবং আগরওয়াল পরিবারের সদস্যরা রয়েছেন, যাদের ফোর্টিস হিরানন্দানি এবং এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন - মানবেন্দ্র (৬৯), মলিকা (৫৮) এবং ঋত্বিকা ঘোষ (৩৯)। এছাড়াও ভাবনা (৪৯), মহাবীর (৫১) এবং কৃষ জৈন (২১), নির্মল (৫৩) এবং মেহুল জৈন (৩২), গোবিন্দ এবং দময়ন্তী আগরওয়াল (৮০) ও সুমন্তী জন টপনো (১৮)।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande