দিনহাটা, ২১ অক্টোবর (হি.স.): দীপাবলির রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল দিনহাটা সাহেবগঞ্জ রোডের নতুন পাড়া এলাকায়। এদিন রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসন বিক্রেতা মনা জোয়ারদারের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। তাঁর বাড়ির পাশেই একটি গোডাউন রয়েছে।
দমকল বাহিনীর কর্মীদের প্রাথমিক অনুমান, ওই গোডাউনে প্রচুর পরিমাণে প্লাস্টিক জাতীয় জিনিস থাকায় সেখানে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার সঠিক কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। স্থানীয়দের একাংশের অনুমান, সম্ভবত বাজির আগুন থেকেই অগ্নিসংযোগের এই ঘটনা ঘটে থাকতে পারে। উল্লেখ্য, এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও ঘটনা না ঘটলেও, বাড়ি ও দোকানের সমস্ত জিনিস পুড়ে ছাই হয়ে গিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ