ভারতীয় চলচ্চিত্রে আসরানির অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী
নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি.স.): দীপাবলির আনন্দের মাঝেই আসে দুঃসংবাদ। আলোর উৎসব ম্লান করে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা গোবর্ধন আসরানি। কৌতুকাভিনেতার বয়স হয়েছিল ৮৪ বছর। শোকস্তব্ধ বলিউড। খবর, দীর্ঘ রোগভোগের পর সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আসরানির
প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি.স.): দীপাবলির আনন্দের মাঝেই আসে দুঃসংবাদ। আলোর উৎসব ম্লান করে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা গোবর্ধন আসরানি। কৌতুকাভিনেতার বয়স হয়েছিল ৮৪ বছর। শোকস্তব্ধ বলিউড। খবর, দীর্ঘ রোগভোগের পর সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আসরানির প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মঙ্গলবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, গোবর্ধন আসরানি জির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। একজন প্রতিভাবান বিনোদনবিদ এবং একজন সত্যিকারের বহুমুখী শিল্পী, তিনি প্রজন্মের পর প্রজন্ম ধরে দর্শকদের বিনোদন দিয়েছিলেন। বিশেষ করে তিনি তাঁর অবিস্মরণীয় অভিনয়ের মাধ্যমে অসংখ্য জীবনে আনন্দ এবং হাসি জুগিয়েছিলেন। ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর পরিবার এবং অনুরাগীদের প্রতি আমার সমবেদনা। ওম শান্তি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande