দীপাবলি উপলক্ষ্যে দেশবাসীকে চিঠি প্রধানমন্ত্রীর, উল্লেখ নানা বিষয়ের
নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি.স.): দীপাবলি উপলক্ষ্যে দেশবাসীকে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।। জিএসটি সাশ্রয় উৎসব-সহ নানা বিষয় ওই চিঠিতে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই চিঠিতে তিনি যেমন তুলে ধরেছেন ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ, ত
দীপাবলি উপলক্ষ্যে দেশবাসীকে চিঠি প্রধানমন্ত্রীর, উল্লেখ নানা বিষয়ের


নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি.স.): দীপাবলি উপলক্ষ্যে দেশবাসীকে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।। জিএসটি সাশ্রয় উৎসব-সহ নানা বিষয় ওই চিঠিতে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই চিঠিতে তিনি যেমন তুলে ধরেছেন ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ, তেমনই মাওবাদী দমন থেকে শুরু করে দেশীয় জিনিসপত্রের চাহিদা নিয়েও লিখেছেন।

দীপাবলির শুভেচ্ছা জানিয়ে চিঠি শুরু করেন প্রধানমন্ত্রী। এ বছরের দীপাবলি কেন ‘বিশেষ’, তার ব্যাখ্যাও চিঠিতে জানিয়েছেন মোদী। তাঁর কথায়, ‘‘এ বার দেশের বিভিন্ন জেলার বহু প্রত্যন্ত এলাকায় দীপাবলি পালন হচ্ছে। ওই সব এলাকায় মাওবাদকে গোড়া থেকে নির্মূল করা সম্ভব হয়েছে। সাম্প্রতিক সময়ে আমরা অনেককে হিংসার পথ থেকে সরিয়ে এনে জীবনের মূলস্রোতে ফেরানোয় সাফল্য পেয়েছি। তাঁরা আমাদের দেশের সংবিধানের প্রতি আস্থা প্রকাশ করেছেন। এটা গোটা দেশের জন্য বড় পাওনা।’’

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande