নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি.স.): রাজধানী দিল্লিতে দূষণ বাড়তেই রেখা গুপ্তা সরকারের সমালোচনায় সরব হল আম আদমি পার্টি (এএপি)। দিল্লি এএপি-র সভাপতি সৌরভ ভরদ্বাজ মঙ্গলবার বলেন, সরকার মিথ্যা বলছে। সরকার বলেছে, দীপাবলির পরে, আমরা কৃত্রিম বৃষ্টিপাত করে সমস্ত দূষণ ঠিক করব। কৃত্রিম বৃষ্টিপাত কি হয়েছিল? না, আমার প্রশ্ন হল যদি আপনি কৃত্রিম বৃষ্টিপাত করতে পারতেন, তাহলে কেন করেননি? আপনি (সরকার) কি চান মানুষ অসুস্থ হোক। সরকারের বেসরকারি হাসপাতালের সঙ্গে যোগসাজশ আছে।
উল্লেখ্য, আশঙ্কা ছিলই, আর তাই সত্যি হল। দীপাবলির পর দিল্লির বাতাস আরও দূষিত হয়ে উঠল। মঙ্গলবার সকালে দিল্লির বাতাসের গুণগতমান পৌঁছল অত্যন্ত খারাপ পর্যায়ে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, আনন্দ বিহার, আইটিও, লোধি রোড এবং আইজিআই বিমানবন্দরের আশেপাশের বাতাসের গুণগত মানের সূচক (একিউআই) 'অত্যন্ত খারাপ' পর্যায়ে যথাক্রমে ৩৫৮, ৩৪৭, ৩২৯, ৩১৩ রেকর্ড করা হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা