বালুরঘাট, ২১ অক্টোবর (হি.স.): দেবীর অন্ন ভোগের বদলে দেওয়া হচ্ছে রান্না করা খিচুড়ি। ভগবানকে নিবেদন না করেই সেই খিচুড়ি প্রসাদ বলে চালিয়ে দেওয়া হচ্ছে। বালুরঘাটের অধিষ্ঠাত্রী দেবী বুড়া কালী মাতা পুজো সমিতির বিরুদ্ধে এমন অভিযোগ তুলে সরব হলেন ভক্তরা।
মঙ্গলবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মন্দির চত্বরে। এদিকে ভক্তদের বিক্ষোভের মুখে বুড়া কালী মাতা পুজো সমিতির সদস্যরা মন্দির থেকে চলে যান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পরে পুলিশই ভোগ বিতরণ করতে শুরু করে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ