কলকাতা, ২১ অক্টোবর (হি.স.): নেতাজিনগর থানা এলাকায় দু’টি পুকুর থেকে দু’জনের দেহ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, একজনের পরিচয় জানা গেছে, তাঁর নাম প্রীতম চৌধুরী। আরেকজনের পরিচয় শনাক্ত হয়নি। দু’টি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
তদন্তকারীরা জানান, মঙ্গলবার সকালে বিদ্যাসাগর কলোনি থেকে প্রীতম চৌধুরীর দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অবিবাহিত প্রীতম একা থাকতেন। এ দিন ভোরে দাঁত মাজতে গিয়ে কোনওভাবে পুকুরে পড়ে যান তিনি।
অন্য দিকে, এদিনই সকালে নেতাজিনগর থানায় পুলিশের কাছে খবর আসে, রামগড় এলাকায় এক ব্যক্তির দেহ ভাসছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে পুকুর থেকে তুলে হাসপাতালে পাঠালে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। বছর পঞ্চাশের অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ