দেহরাদূন, ২১ অক্টোবর (হি.স.): পুলিশ স্মৃতি দিবসে মঙ্গলবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, আমাদের রাজ্যের সীমানা কেবল আন্তর্জাতিক সীমান্তের সঙ্গেই নয়, উত্তর প্রদেশ এবং হিমাচল প্রদেশের সঙ্গেও যুক্ত। আমাদের রাজ্য ভৌগোলিক এবং কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল। ফলস্বরূপ, আমাদের রাজ্যে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে আমাদের পুলিশ কর্মীদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যে কোনও রাজ্যের পুলিশি ব্যবস্থা সেই রাজ্যের নিরাপত্তা ও সমৃদ্ধির মেরুদণ্ড।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা