উদয়পুরে দীপাবলি মেলায় পচা ও বাসি খাবার বিক্রি, ফুড সেফটি বিভাগের অভিযান
উদয়পুর (ত্রিপুরা), ২১ অক্টোবর (হি.স.) : গোমতী জেলার উদয়পুরে চলমান দীপাবলি মেলায় খাদ্য বিপর্যয়ের অভিযোগে নড়েচড়ে বসেছে প্রশাসন। জানা গেছে, সোমাবর থেকে মেলায় আগত দর্শনার্থীদের বিভিন্ন খাদ্যদ্রব্যের দোকানে পচা ও বাসি খাবার পরিবেশন করা হচ্ছে বলে অভ
ফুড সেফটি আধিকারিক


উদয়পুর (ত্রিপুরা), ২১ অক্টোবর (হি.স.) : গোমতী জেলার উদয়পুরে চলমান দীপাবলি মেলায় খাদ্য বিপর্যয়ের অভিযোগে নড়েচড়ে বসেছে প্রশাসন। জানা গেছে, সোমাবর থেকে মেলায় আগত দর্শনার্থীদের বিভিন্ন খাদ্যদ্রব্যের দোকানে পচা ও বাসি খাবার পরিবেশন করা হচ্ছে বলে অভিযোগ ওঠে স্থানীয়দের তরফে।

অভিযোগের ভিত্তিতে গোমতী জেলার ফুড সেফটি আধিকারিক ও সংশ্লিষ্ট দফতরের কর্মীরা মঙ্গলবার মেলার একাধিক খাবারের দোকানে হানা দেন। পরিদর্শনে কিছু দোকানে নিম্নমানের, পুরনো ও স্বাস্থ্যবিধি-বহির্ভূত খাবার বিক্রি করতে দেখা যায়। এসব দোকানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ফুড সেফটি আধিকারিক।

তিনি আরও জানান, জনগণের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে এমন অভিযান চলতে থাকবে। পাশাপাশি, মেলায় বিক্রেতাদের যথাযথ খাদ্য সুরক্ষা মান বজায় রাখার নির্দেশও প্রদান করা হয়েছে। এই ঘটনার পর মেলায় আগত বহু দর্শনার্থীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে প্রশাসনের দ্রুত পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন অনেকে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande