বালিয়া, ২১ অক্টোবর (হি.স.): রেললাইনের পাশ থেকে উদ্ধার হল বাইশ বছরের এক তরুণের মৃতদেহ। উত্তর প্রদেশের বালিয়া জেলার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
মঙ্গলবার পুলিশ জানিয়েছে, সাহাতওয়ার রেলওয়ে ক্রসিংয়ের কাছে সোনু চৌহান নামে ওই তরুণের ক্ষতবিক্ষত দেহ পড়ে রয়েছে বলে তাদের কাছে খবর আসে। ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় পুলিশ। সন্দেহ, সোনুকে অন্য কোথাও খুন করে রেললাইনের পাশে তাঁর দেহ ফেলে গিয়েছে দুষ্কৃতীরা। এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ