নারী সুরক্ষায় কঠোর পদক্ষেপের দাবি, পুলিশের মহানির্দেশককে ডেপুটেশন নারী সমিতির
আগরতলা, ২১ অক্টোবর (হি.স.) : নারী নির্যাতনের ক্রমবর্ধমান ঘটনা রুখতে কঠোর পদক্ষেপের দাবিতে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ত্রিপুরা রাজ্য কমিটি সাত দফা দাবি সহ পুলিশ মহানির্দেশক-এর কাছে ডেপুটেশন প্রদান করেছে। সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ঘটে যাওয়া ন
নারী সমিতির ডেপুটেশন


আগরতলা, ২১ অক্টোবর (হি.স.) : নারী নির্যাতনের ক্রমবর্ধমান ঘটনা রুখতে কঠোর পদক্ষেপের দাবিতে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ত্রিপুরা রাজ্য কমিটি সাত দফা দাবি সহ পুলিশ মহানির্দেশক-এর কাছে ডেপুটেশন প্রদান করেছে। সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ঘটে যাওয়া নারী নির্যাতনের মোট ১৪টি ঘটনার তথ্য উপস্থাপন করে এই দাবি জানানো হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ১৪টি ঘটনার শিকারদের মধ্যে ১৪ মাসের শিশু কন্যা থেকে ৭২ বছরের প্রবীণ মহিলা পর্যন্ত রয়েছেন, যা পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট করে। ঘটনাগুলিকে কেন্দ্র করে যে দাবিগুলি উত্থাপন করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল— নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। নির্যাতিতাদের থানায় এফআইআর দায়ের করতে প্রয়োজনীয় সহায়তা প্রদান। তদন্তকারী কর্মকর্তাদের পক্ষপাতহীন ও সুষ্ঠু ভূমিকা নিশ্চিত করা। মামলার পর নির্যাতিতার নিরাপত্তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ। শারীরিকভাবে নির্যাতিতাদের সবধরনের চিকিৎসার খরচ সরকারকে বহন করা। খুন হওয়া নির্যাতিতাদের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা করা।

এই দাবিগুলি নিয়ে এদিন সংগঠনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল রাজ্য পুলিশের মহানির্দেশকের সঙ্গে বৈঠক করেন এবং আনুষ্ঠানিকভাবে দাবিপত্র তুলে দেন। সংগঠনের এক নেত্রী জানান, নারী সুরক্ষার স্বার্থে পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে। তাঁদের আশা, এই দাবিগুলির যথাযথ বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande