জোলাইবাড়ি (ত্রিপুরা), ২১ অক্টোবর (হি.স.) : শিক্ষক সংকটের প্রতিবাদে মঙ্গলবার দক্ষিণ ত্রিপুরা জেলার রামরাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জোলাইবাড়ি–ঋষ্যমুখ সড়ক অবরোধ করে। দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে চলা এই সড়ক অবরোধে দুই দিকেই যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়, ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দুই শিক্ষক—প্রমোদ রঞ্জন ভৌমিক এবং জয়ন্ত মজুমদার—কে অন্যত্র বদলি করা হলেও তাঁদের পরিবর্তে কোনও নতুন শিক্ষক নিযুক্ত করা হয়নি। এর ফলে বিজ্ঞান বিভাগের পড়াশোনায় তৈরি হয় চরম সংকট। এই সমস্যার সমাধানের দাবিতে ছাত্রছাত্রীরা স্কুলসংলগ্ন সড়কে বসে অবরোধের ডাক দেয়।
হঠাৎ এই আন্দোলনে স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পরে বিদ্যালয় পরিচালন কমিটি ও বিদ্যালয় পরিদর্শকের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেওয়া হলে ছাত্রছাত্রীরা অবরোধ প্রত্যাহার করে নেয়।
বিদ্যালয় শিক্ষা দফতরের এই সিদ্ধান্তকে ‘তুঘলকি পদক্ষেপ’ বলে কটাক্ষ করেছেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা। তাঁদের অভিযোগ, শিক্ষক বদলির পর বিকল্প ব্যবস্থা না নেওয়ায় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে। এখন জেলার শিক্ষা দফতর এই পরিস্থিতিতে কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর সকলের।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ