মুম্বই, ২১ অক্টোবর (হি.স.): দীপাবলি এবং ‘সম্বৎ ২০৮২’ শুরু উপলক্ষে মঙ্গলবার শেয়ার বাজারে বিশেষ মুরত লেনদেন। স্টক এক্সচেঞ্জগুলি জানিয়েছে, দুপুরে ১.৪৫ থেকে ২.৪৫ পর্যন্ত বিএসই এবং এনএসই-তে এক ঘণ্টার এই লেনদেন চলবে। তবে সাধারণত প্রতিবছর মুরতে সন্ধ্যায় লেনদেন চলে। এবছর তা দুপুরে।
উল্লেখ্য, গুজরাটি নতুন বছর সম্বতের সূচনায় প্রতি দীপাবলিতে বিশেষ এই লেনদেন চালানো হয়। এই সময় শেয়ার কেনাবেচাকে শুভ বলে মনে করেন লগ্নিকারীরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ