আগরতলা, ২১ অক্টোবর (হি.স.) : রাজধানী আগরতলার প্রতাপগড় জগৎপল্লী এলাকায় ঘটেছে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা। স্থানীয় বাসিন্দা রামু সাহার বাড়িতে গভীর রাতে হানা দিয়ে চোরের দল নিয়ে পালিয়েছে নগদ ১১ লক্ষ ৮০ হাজার টাকা। ঘটনাটি সামনে আসতেই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, সোমবার গভীর রাতে যখন বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না, তখন চোরেরা সুযোগ নিয়ে ওই বাড়িতে প্রবেশ করে। আলমারিতে রাখা ১১ লক্ষ ৮০ হাজার নগদ টাকা হাতিয়ে নিয়ে চম্পট দেয় তারা। মঙ্গলবার সকালে বাড়ির মালিক রামু সাহা ফিরে এসে দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান। ঘরে তছনছ অবস্থায় আলমারি খোলা ও টাকা উধাও হতে দেখে হতবাক হয়ে যান তিনি।
ঘটনার খবর পেয়েই পূর্ব আগরতলা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে চুরির পদ্ধতি ও আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের অনুমান, চোরের দল পরিকল্পনা করে এই চুরির ঘটনা ঘটিয়েছে। স্থানীয় বাসিন্দারা এলাকায় নিরাপত্তা বৃদ্ধির দাবি জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ