
ভোপাল, ২৭ অক্টোবর (হি.স.) : সারা দেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সাথে পালিত হচ্ছে লোকধর্মের মহা উৎসব 'ছট পূজা' । সোমবার, ছটের তৃতীয় দিনে অস্তগামী সূর্যকে নৈবেদ্য প্রদান করা হয়। ভক্তরা এই উপলক্ষে ছট ঘাটে যান। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব 'ছট পূজা' উপলক্ষে বিহারের সকল নাগরিককে শুভেচ্ছা জানিয়েছেন এবং সকলের সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন।
মুখ্যমন্ত্রী ডঃ যাদব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, সূর্যদেবের পূজা এবং লোকধর্মের পবিত্র উৎসব 'ছট পূজা' উপলক্ষে বিহারের সকল নাগরিককে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা! এই ঐশ্বরিক উৎসব বিশ্বাস, কৃতজ্ঞতা এবং মানবতা ও প্রকৃতির মধ্যে ভারসাম্যের প্রতীক। এই মহান উৎসবে, আমি ছট মায়ের কাছে প্রার্থনা করি যে এই ঐশ্বরিক উৎসব সকল মা, বোন এবং দেশবাসীর জন্য সুখ, সমৃদ্ধি এবং শান্তি বয়ে আনুক।
হিন্দুস্থান সমাচার / সোনালি