গুজরাটে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
গান্ধীনগর, ৩০ অক্টোবর (হি.স.): রাষ্ট্রীয় একতা দিবস এবং সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান উপলক্ষ্যে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটে পৌঁছন। রাজ্য তথ্য দফতর এক বিবৃতিতে জানিয়েছে যে, প্রধানমন্ত্রী
গুজরাটে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


গান্ধীনগর, ৩০ অক্টোবর (হি.স.): রাষ্ট্রীয় একতা দিবস এবং সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান উপলক্ষ্যে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটে পৌঁছন।

রাজ্য তথ্য দফতর এক বিবৃতিতে জানিয়েছে যে, প্রধানমন্ত্রী মোদী এদিন সন্ধ্যায় বিমানবন্দরে পৌঁছন, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা তাঁকে অভ্যর্থনা জানান। এরপর তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে একতা নগর রওনা হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে শুক্রবার রাষ্ট্রীয় একতা দিবস এবং সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উদযাপনে উপস্থিত থাকবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande