ভারতের সামুদ্রিক রেনেসাঁর দৃষ্টিভঙ্গী ভাগ করে নিয়ে বৈশ্বিক বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি, ৩০ অক্টোবর (হি.স.): সামুদ্রিক ক্ষেত্রে বিনিয়োগের নেতৃত্ব স্থানীয় গন্তব্য হিসেবে ভারতের উত্থানে প্রধানমন্ত্রী তাঁর চিন্তাভাবনা ভাগ করে নিয়েছেন। তিনি জোরের সঙ্গে বলেছেন, সামুদ্রিক ক্ষেত্রে বিনিয়োগের প্রশ্নে ভারত এক যথার্থ পোতাশ্রয়। আমাদের
ভারতের সামুদ্রিক রেনেসাঁর দৃষ্টিভঙ্গী ভাগ করে নিয়ে বৈশ্বিক বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ৩০ অক্টোবর (হি.স.): সামুদ্রিক ক্ষেত্রে বিনিয়োগের নেতৃত্ব স্থানীয় গন্তব্য হিসেবে ভারতের উত্থানে প্রধানমন্ত্রী তাঁর চিন্তাভাবনা ভাগ করে নিয়েছেন। তিনি জোরের সঙ্গে বলেছেন, সামুদ্রিক ক্ষেত্রে বিনিয়োগের প্রশ্নে ভারত এক যথার্থ পোতাশ্রয়। আমাদের সুদীর্ঘ তটরেখা, বিশ্বমানের বন্দর, পরিকাঠামো, উদ্ভাবন এবং অভিপ্রায় রয়েছে। ভারতে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রীর আরও সংযোজন। এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)।

পিআইবি-র তরফে জানানো হয়েছে, লিংকডইন পেজে তাঁর এক বিরাট পোস্টে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, ভারত কীভাবে কৌশলগত অবস্থান, আধুনিক বন্দর পরিকাঠামো এবং উদ্ভাবনের প্রতি দায়বদ্ধতাকে জাহাজ নির্মাণ, বন্দর পরিচালন, লজিস্টিক্স, উপকূলবর্তী জাহাজ চলাচল ও সংশ্লিষ্ট পরিষেবা ক্ষেত্রে প্রভূত সম্ভাবনাকে তুলে ধরছে।

তিনি জানান, ভারতের তটরেখা ৭,৫০০ কিলোমিটারেরও বেশি পরিব্যাপ্ত। বৈশ্বিক প্রতিযোগিতামূলক বন্দর ক্ষেত্রে ক্রমবর্ধমান নেটওয়ার্কের দরুন ভারত একটি প্রধান সমুদ্র হাব হিসেবে গড়ে উঠছে যা কেবল সংযোগ সুবিধাই নয় মূল্য আরোপিত পরিষেবা, পরিবেশ বান্ধব জাহাজ চলাচল উদ্যোগ এবং শিল্প বান্ধব নীতি পরিকাঠামোর সুযোগ করে দিচ্ছে।

প্রধানমন্ত্রী দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন, “আসুন, বিনিয়োগ করুন ভারতে।” দেশের সামগ্রিক বিকাশ ক্ষেত্রে তিনি সকলকে শরিক হওয়ার আহ্বান জানিয়ে বিপুল আকার পরিকাঠামো, স্পষ্ট উদ্দেশ্য এবং উদ্ভূত উদ্ভাবন পরিমণ্ডলের দিককে চিহ্নিত করেছেন।

লিংকডইন-এ লেখা তাঁর চিন্তার কথা ভাগ করে নিয়ে প্রধানমন্ত্রী এক্স সমাজ মাধ্যমে লিখেছেন :

“সামুদ্রিক ক্ষেত্রে বিনিয়োগের প্রশ্নে ভারত এক যথাযথ পোতাশ্রয়।

আমাদের সুদীর্ঘ তটরেখা রয়েছে।

আমাদের রয়েছে পরিকাঠামো, উদ্ভাবন এবং অভিপ্রায়।

আসুন বিনিয়োগ করুন ভারতে !

কিছু চিন্তা ভাগ করে নেওয়া হয়েছে @LinkedIn-এ।”

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande