
মুম্বই, ৩০ অক্টোবর (হি. স.) : মুম্বইয়ের স্টুডিওতে পণবন্দি হওয়া ১৭ শিশু সহ ২০ জনকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়ায় এলাকায়।
জানা গেছে, মুম্বইয়ের পোওয়াই এলাকার আরএ স্টুডিওতে শিশুদের নিয়ে অভিনয়ের ক্লাস ও অডিশন চলাকালীন এই শিশুদের আটকে রাখেন ওই স্টুডিওরই কর্মী রোহিত আর্য। শেষ পাওয়া খবরে জানা গেছে, পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে রোহিত আর্যকে গুলিতে জখম করে ১৭ শিশুকেই উদ্ধার করেছে। হাসপাতালে মৃত্যু হয়েছে রোহিতের।
প্রাথমিকভাবে জানা গেছে, গত ৪- ৫ দিনের মতো এদিনও প্রায় ১০০ শিশু অভিনয়ের ক্লাসের জন্য স্টুডিওতে আসে। তাদের মধ্যে ১৭ জনকে আটকে দেয় রোহিত। সঙ্গে একজন প্রবীণ ব্যক্তি ও আরও একজনকে আটক করে। জানা গেছে, রোহিত ওই স্টুডিওরই কর্মী ও নিজে একটি ইউটিউব চ্যানেল চালায়। ৪-৫ দিন ধরে সে নিজেই স্টুডিও চত্ত্বরে অডিশন ও অভিনয়ের ক্লাস পরিচালনা করছিল। কিন্তু হঠাৎই ভোল বদলে ফেলে সে। শিশুদেরকে আটকে রেখে এক ভিডিও বার্তায় সে জানায়, সে বেশ কিছু শিশুকে পণবন্দি করে রেখেছে। সে বলে, ‘আমার খুব বেশি কোনও দাবি নেই, খুব সহজ কয়েকটি দাবি রয়েছে, যা খুবই যুক্তিযুক্ত, এবং কিছু প্রশ্নও রয়েছে। আমি কোনও সন্ত্রাসবাদী নই, আমি খুব বেশি টাকাও চাই না। আমি অনৈতিক কিছুই চাই না। ’ যদিও এরই মাঝে মুম্বই পুলিশ অপারেশন চালিয়ে তাকে গ্রেফতার করে। উদ্ধার করা হয়েছে ১৭ শিশুকে। মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার দত্তা নলওয়াডে বলেন, ‘পুলিশ বাথরুমের জানালা ভেঙে প্রবেশ করে, ঘটনাস্থল থেকে একটি এয়ারগান ও কিছু রাসায়নিক উদ্ধার করা হয়েছে।’
সবকটি শিশুকেই উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি ভুয়ো ওয়েব সিরিজের শুটিংয়ের কথা বলে সে ১০০ শিশুকে ডেকে আনে। তাদের মধ্যে ৮৭ জনকেই ছেড়ে দেয়। তবে ১৭ জনকে আটকে রেখে ভিডিও বার্তা জারি করে। টানা ৩ ঘন্টা ধরে চলতে থাকে টানাপোড়েন। শেষ পর্যন্ত পুলিশের গুলিতে মৃত্যু হয় অভিযুক্ত রোহিতের।
হিন্দুস্থান সমাচার / সোনালি