অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের জন্য শর্তাবলী অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
নয়াদিল্লি, ২৮ অক্টোবর (হি.স.) : কেন্দ্রীয় মন্ত্রিসভা অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের শর্তাবলী অনুমোদন করেছে। মঙ্গলবার নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, কমিশন ১৮ মাসের মধ্যে সুপারিশ পেশ করবে।
অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের জন্য শর্তাবলী অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার


নয়াদিল্লি, ২৮ অক্টোবর (হি.স.) : কেন্দ্রীয় মন্ত্রিসভা অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের শর্তাবলী অনুমোদন করেছে। মঙ্গলবার নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, কমিশন ১৮ মাসের মধ্যে সুপারিশ পেশ করবে। তিনি জানান, কমিশনে একজন চেয়ারপারসন, একজন পার্ট-টাইম সদস্য এবং একজন সদস্য-সচিব থাকবেন।

মন্ত্রিসভা ২০২৫-২৬ রবি মরশুমের জন্য ফসফরাস এবং পটাসিয়াম সারের উপর পুষ্টি-ভিত্তিক ভর্তুকির হারও অনুমোদন করেছে। বৈষ্ণব বলেন, মন্ত্রিসভা ২০২৫ রবি মরশুমের জন্য প্রায় ৩৭ হাজার ৯৫২ কোটি টাকার ভর্তুকি অনুমোদন করেছে এবং এই হার ১ অক্টোবর থেকে প্রযোজ্য হবে। তিনি আরও বলেন, এই উদ্যোগ কৃষকদের জন্য ভর্তুকিযুক্ত, সাশ্রয়ী মূল্যের এবং যুক্তিসঙ্গত মূল্যে সারের প্রাপ্যতা নিশ্চিত করবে। তিনি আরও বলেন, সারের আন্তর্জাতিক মূল্য এবং এর উপকরণের সাম্প্রতিক প্রবণতা বিবেচনা করে ফসফরাস এবং পটাসিয়াম সারের উপর ভর্তুকি যুক্তিসঙ্গত করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande