দেশবাসীর মঙ্গল কামনা করে ছট পুজোর শেষ দিনে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি, ২৮ অক্টোবর (হি.স.): উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে মঙ্গলবার শেষ হয়েছে ৪-দিন ব্যাপী ছট মহাপর্বের। এই উপলক্ষ্যে ছটব্রতীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবার মঙ্গল কামনা করে ছট মাইয়ার কাছে প্রার্থনা করেছেন প্রধ
প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ২৮ অক্টোবর (হি.স.): উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে মঙ্গলবার শেষ হয়েছে ৪-দিন ব্যাপী ছট মহাপর্বের। এই উপলক্ষ্যে ছটব্রতীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবার মঙ্গল কামনা করে ছট মাইয়ার কাছে প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার ছটপুজোর শেষ দিনে সমস্ত ছটব্রতী ও ভক্তদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছটি মাইয়ার আশীর্বাদে সমস্ত দেশবাসীর জীবন আলোকিত হোক, এই প্রার্থনা করেছেন তিনি। মঙ্গলবার সূর্যোদয়ের আগেই বিহার, উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড-সহ দেশের বিভিন্ন প্রান্তে ছটি মাইয়ার আরাধনা করেন ভক্তরা। উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande