অন্তর্ভুক্তিমূলক এবং সুস্থায়ী উন্নয়নের জন্য প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ : রাষ্ট্রপতি
নয়াদিল্লি, ২৮ অক্টোবর (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার নতুন দিল্লির ভারত মণ্ডপমে অষ্টম আন্তর্জাতিক সৌর জোট (আইএসএ) সম্মেলনে ''এক বিশ্ব, এক সূর্য, এক গ্রিড''-এর লক্ষ্যে দেশের দৃষ্টিভঙ্গি ভাগ করে নেন। রাষ্ট্রপতি বলেন, অন্তর্ভুক্তিমূলক এব
রাষ্ট্রপতি


নয়াদিল্লি, ২৮ অক্টোবর (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার নতুন দিল্লির ভারত মণ্ডপমে অষ্টম আন্তর্জাতিক সৌর জোট (আইএসএ) সম্মেলনে 'এক বিশ্ব, এক সূর্য, এক গ্রিড'-এর লক্ষ্যে দেশের দৃষ্টিভঙ্গি ভাগ করে নেন। রাষ্ট্রপতি বলেন, অন্তর্ভুক্তিমূলক এবং সুস্থায়ী উন্নয়নের জন্য প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, নারী নেতৃত্ব নিশ্চিত করে যে সৌরশক্তি কেবল কার্বন ছাপি হ্রাস করে না বরং লিঙ্গগত বাধাও ভেঙে দেয়। চার দিনের এই বৈশ্বিক অনুষ্ঠানে ১২৪টি দেশ এবং বিশ্বের ৪০ জনেরও বেশি মন্ত্রী অংশগ্রহণ করছেন। রাষ্ট্রপতি আরও বলেন, আমাদের অগ্রগতি কেবল মেগাওয়াট দিয়ে পরিমাপ করা উচিত নয় বরং আলোকিত জীবনের সংখ্যা, শক্তিশালী পরিবারের সংখ্যা এবং রূপান্তরিত সংখ্যার মাধ্যমেও পরিমাপ করা উচিত।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande