বিহারে এনডিএ-র জয় একপ্রকার নিশ্চিত : অমিত শাহ
দারভাঙা, ২৯ অক্টোবর (হি.স.): বিহারে এনডিএ-র জয় নিয়ে আত্মবিশ্বাসী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার বিহারের দারভাঙায় এক নির্বাচনী জনসভায় অমিত শাহ বলেন, আসন্ন নির্বাচন বিহারকে জঙ্গলরাজ মুক্ত করার একটি সুযোগ। এনডিএতে, পাণ্ডবদের মতো পাঁচটি
অমিত শাহ


দারভাঙা, ২৯ অক্টোবর (হি.স.): বিহারে এনডিএ-র জয় নিয়ে আত্মবিশ্বাসী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার বিহারের দারভাঙায় এক নির্বাচনী জনসভায় অমিত শাহ বলেন, আসন্ন নির্বাচন বিহারকে জঙ্গলরাজ মুক্ত করার একটি সুযোগ। এনডিএতে, পাণ্ডবদের মতো পাঁচটি জোটই একসঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। বিহার নির্বাচনে এনডিএ-র জয় নিশ্চিত।

অমিত শাহ আরও বলেন, লালু প্রসাদ যাদব, রাবড়ি দেবী কি বিহারের উন্নয়নের জন্য কিছু করেছেন? পশুখাদ্য কেলেঙ্কারি, চাকরির জন্য জমি কেলেঙ্কারিতে কারা জড়িত ছিল? ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত, কংগ্রেস দল ১২ লক্ষ কোটি টাকার কেলেঙ্কারিতে জড়িত ছিল। এই দুর্নীতিবাজ নেতাদের কি ক্ষমতায় আনা উচিত?

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande