
তিরুপুর, ২৯ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার বস্ত্র শিল্পে বাণিজ্য বাধা সম্পর্কিত সমস্যাগুলির সমাধান খুঁজে বের করবে, এই মন্তব্য করলেন উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণণ। বুধবার তিরুপুরে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আরও বলেন, বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল তাঁকে শিল্পে বাণিজ্য শুল্ক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে চলমান আলোচনা সম্পর্কে অবহিত করেছেন।
উপরাষ্ট্রপতি বলেন, কঠিন সময়েও, বন্ধুত্বপূর্ণ সমাধান বা আলোচনার জন্য বিশ্ব ভারতীয় নেতা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে আছে। রাজনৈতিক জীবনের তার পূর্ববর্তী দিনগুলিকে স্মরণ করে তিনি বলেন, জনজীবন কঠোর পরিশ্রম, আন্তরিকতা এবং নিষ্ঠার দাবি করে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন একজন আদর্শ।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা