ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখলেন চন্দ্রবাবু নাইডু
বিজওয়াড়া, ২৯ অক্টোবর (হি.স.): অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু বুধবার ঘূর্ণিঝড় মন্থা পরবর্তী পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন। এদিন তিনি ডঃ বি আর আম্বেদকর কোনসিমা জেলায় ঘূর্ণিঝড় কবলিত এলাকা পরিদর্শন করেছেন। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা চন
ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখলেন চন্দ্রবাবু নাইডু


বিজওয়াড়া, ২৯ অক্টোবর (হি.স.): অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু বুধবার ঘূর্ণিঝড় মন্থা পরবর্তী পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন। এদিন তিনি ডঃ বি আর আম্বেদকর কোনসিমা জেলায় ঘূর্ণিঝড় কবলিত এলাকা পরিদর্শন করেছেন। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা চন্দ্রবাবু নাইডু নিজ চোখে দেখেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু বলেছেন, অনেক ধ্বংসযজ্ঞ হয়েছে। কিন্তু আমাদের প্রস্তুতির কারণে আমরা ত সামলেছি। গত ৫ দিন ধরে আমি ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলাম। ত্রাণ শিবিরে থাকা এক লক্ষেরও বেশি মানুষকে সকল মৌলিক সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে। আমাদের প্রচেষ্টার কারণে আমরা মৃত্যুর সংখ্যা সীমিত করতে পেরেছি। এখানে নিষ্কাশনই সবচেয়ে বড় সমস্যা। আমরা এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেব। আমাদের মোট ক্ষয়ক্ষতি কমাতে হবে। উল্লেখ্য, ঘূর্ণিঝড় মন্থা এখন দুর্বল হয়ে পড়েছে। তবে, এই ঘূর্ণিঝড়ে নানা স্থানে গাছ ভেঙে পড়েছে। মৃত্যু হয়েছে ২ জনের।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande