বিএলওদের সঙ্গে ভোটারদের যোগাযোগে ‘বুক আ কল’ পরিষেবা কমিশনের
নয়াদিল্লি, ২৯ অক্টোবর (হি.স.): ভোটার তালিকায় এসআইআর (বিশেষ নিবিড় সংশোধন) শুরুর আগেই বুথ লেভেল আধিকারিকদের (বিএলও) সঙ্গে ভোটারদের যোগাযোগের পথ বার করল জাতীয় নির্বাচন কমিশন। ‘বুক আ কল’-এর মাধ্যমে যে কোনও ভোটার নিজের এলাকার বিএলও-র সঙ্গে যোগাযোগ কর
দেশের সব মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে দু’দিনের বৈঠক কমিশনের


নয়াদিল্লি, ২৯ অক্টোবর (হি.স.): ভোটার তালিকায় এসআইআর (বিশেষ নিবিড় সংশোধন) শুরুর আগেই বুথ লেভেল আধিকারিকদের (বিএলও) সঙ্গে ভোটারদের যোগাযোগের পথ বার করল জাতীয় নির্বাচন কমিশন। ‘বুক আ কল’-এর মাধ্যমে যে কোনও ভোটার নিজের এলাকার বিএলও-র সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

এছাড়াও, জাতীয় স্তরে একটি হেল্পলাইন নম্বর (১৮০০-১১-১৯৫০) চালু হচ্ছে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। এমন সুবিধা রাজ্য এবং জেলা স্তরেও চালুর নির্দেশ দিয়েছে কমিশন। এ ছাড়া পৃথক ভাবে অভিযোগ জানানোর সুবিধা পাবেন ভোটারেরা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande