
ওয়াশিংটন, ২৯ অক্টোবর (হি.স.): ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি বললেন, আমি প্রধানমন্ত্রী মোদীকে অত্যন্ত সম্মান করি। ট্রাম্প বলেছেন, আমি ভারতের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করছি এবং প্রধানমন্ত্রী মোদীর প্রতি আমার প্রচুর শ্রদ্ধা এবং ভালোবাসা আছে। আমাদের মধ্যে দুর্দান্ত সম্পর্ক রয়েছে।
ট্রাম্প আরও বলেন, একইভাবে, পাকিস্তানের প্রধানমন্ত্রী একজন দুর্দান্ত মানুষ। এই দুটি পারমাণবিক শক্তিধর দেশ। এবং তারা সত্যিই এটি করার চেষ্টা করছে এবং আমি প্রধানমন্ত্রী মোদীকে ফোন করে বলেছিলাম, আমরা আপনার সঙ্গে বাণিজ্য চুক্তি করতে পারি না। আমি বলেছিলাম, না, আমরা পারব না। আপনি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ শুরু করছেন। তারপর আমি পাকিস্তানকেও ফোন করে বলেছিলাম, আমরা আপনার সঙ্গে বাণিজ্য করব না, কারণ আপনি ভারতের সঙ্গে যুদ্ধ করছেন। তারা বলেছিল, না, না, আপনার আমাদের যুদ্ধ করতে দেওয়া উচিত। তারা উভয়েই তা বলেছিল। তারা শক্তিশালী মানুষ। প্রধানমন্ত্রী মোদী সবচেয়ে সুন্দর চেহারার মানুষ। তিনি খুবই কঠিন। বলেন না, আমরা লড়াই করব। আমি বললাম, ওহ, এই তো সেই মানুষ যাকে আমি চিনি। আক্ষরিক অর্থেই দুই দিন পর, তারা ফোন করে বলল, আমরা বুঝতে পেরেছি এবং তারা লড়াই বন্ধ করে দিয়েছে। এটা কেমন? এটা কি আশ্চর্যজনক নয়? এখন, তুমি কি মনে করো বাইডেন এটা করতেন? আমার মনে হয় না।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা