আরজেডি কেবল দেশেই নয়, বিশ্বজুড়ে বিহারকে অপমান করেছে : রাজনাথ সিং
দারভাঙা, ২৯ অক্টোবর (হি.স.): রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর তীব্র সমালোচনা করলেন প্রতিরক্ষা মন্ত্রী তথা বিজেপি নেতা রাজনাথ সিং। বুধবার বিহারের দারভাঙায় আরজেডি-র সমালোচনা করে রাজনাথ বলেন, আরজেডি কেবল দেশেই নয়, বিশ্বজুড়ে বিহারকে অপমান করেছে। রাজনাথ
রাজনাথ সিং


দারভাঙা, ২৯ অক্টোবর (হি.স.): রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর তীব্র সমালোচনা করলেন প্রতিরক্ষা মন্ত্রী তথা বিজেপি নেতা রাজনাথ সিং। বুধবার বিহারের দারভাঙায় আরজেডি-র সমালোচনা করে রাজনাথ বলেন, আরজেডি কেবল দেশেই নয়, বিশ্বজুড়ে বিহারকে অপমান করেছে। রাজনাথ বলেন, আরজেডি কেবল দেশেই নয়, বিশ্বজুড়ে বিহারকে অপমান করেছে। পুরো পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বছরের পর বছর জেলে কাটাতে হচ্ছে। এতে কি প্রতিটি বিহারী লজ্জিত হয় না? আপনাদের সকলকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা 'বিকশিত বিহার' বানাতে চাও নাকি 'জঙ্গলরাজ'।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আরজেডি নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ করেছে এবং তাঁরা বিহারের প্রতিটি বাড়িতে একটি সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছে। এটা কি সম্ভব? রাহুল গান্ধী, তেজস্বী যাদব, লালু প্রসাদ যাদব কি সত্যের রাজনীতি করতে পারেন না? তাঁরা কেন মিথ্যা বলছেন?

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande