
নয়াদিল্লি, ২৯ অক্টোবর (হি.স.): কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। তাঁর কথায়, কংগ্রেস এখন বাংলাদেশের ভক্ত হয়ে উঠেছে। বুধবার এক সাংবাদিক সম্মেলনে শেহজাদ বলেন, কংগ্রেস কীভাবে ভারতকে টুকরো টুকরো করার এজেন্ডায় নেমেছে তার প্রমাণ উঠে এসেছে। কংগ্রেস বছরের পর বছর ধরে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে। ইউপিএ আমলে, দেশে কোটি কোটি অনুপ্রবেশকারীকে বসতি স্থাপনের কাজ পরিচালিত হয়েছিল। এখন, তাদের নিজস্ব প্ল্যাটফর্ম থেকে, কংগ্রেস তাদের সমর্থন প্রকাশ করার জন্য বাংলাদেশের জাতীয় সঙ্গীত গায়। আপনি নিশ্চয়ই এটি খবরেও দেখেছেন।
শেহজাদ আরও বলেন, সাম্প্রতিক কংগ্রেসের একটি সভায়, তাদের একজন নেতাকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত 'আমার সোনার বাংলা' গাইতে দেখা গেছে। বাংলাদেশের সাম্প্রতিক মানচিত্র প্রকাশের আলোকে এই ধরনের কাজ আরও গুরুতর হয়ে ওঠে, যেখানে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বেশিরভাগ অংশকে তাদের ভূখণ্ডের অংশ হিসাবে দেখানো হয়েছে। তারা একই দেশের সঙ্গীত গাইছে যেটি ভারতের উত্তর-পূর্বাঞ্চল, বিশেষ করে অসমকে ভারত থেকে আলাদা করার জন্য একটি উস্কানিমূলক অঙ্গভঙ্গি করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা