
নাসিক, ২৯ অক্টোবর (হি.স.): মহারাষ্ট্রের নাসিকে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩ পুণ্যার্থী। এছাড়াও ৪ জন গুরুতর আহত হয়েছেন। নিহতরা গুজরাটের সুরাটের বাসিন্দা। বুধবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে ইয়োলার নাসিক-ছত্রপতি সম্ভাজি মহারাজ হাইওয়েতে।
দুর্ঘটনাগ্রস্ত ফরচুনার গাড়িটি শিরডি সাই বাবা মন্দিরের দিকে যাচ্ছিল, দুর্ঘটনায় গাড়িটি পুরোপুরি দুমড়ে মুচড়ে গিয়েছে। দুর্ঘটনায় নিহতদের নাম এখনও জানা যায়নি। পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। কীভাবে এই দুর্ঘটনা, তা জানা না গেলেও পুলিশের অনুমান, গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে ছুটছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা