শিলিগুড়ি, ৩ অক্টোবর (হি.স.) : এ বছর কড়া পুলিশি নজরদারিতে শান্তিপূর্ণভাবে দুর্গা পূজা সম্পন্ন হয়েছে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রেখেছে। পুজাে চলাকালীন শহরে কোনও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ডিসিপি রাকেশ সিং ব্যক্তিগতভাবে মোটরসাইকেলে করে বেশ কয়েকটি পুজাে মণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন যে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীনে বিভিন্ন থানা পুজো চলাকালীন হট্টগোল সৃষ্টি, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং মহিলাদের সাথে দুর্ব্যবহারের জন্য প্রায় ২০০ জনকে গ্রেফতার করেছে। এ বছর ট্র্যাফিক নিয়ন্ত্রণে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হয়েছে। ডিসিপি কাজী শামসুদ্দিন আহমেদ গভীর রাত পর্যন্ত মোটরসাইকেলে করে শহরের বিভিন্ন এলাকায় টহলও দিয়েছিলেন। নবমীর রাতে, জংশন ট্র্যাফিক গার্ড একটি বিশেষ অভিযান শুরু করে এবং ভক্তদের অভিযোগের ভিত্তিতে, পরিবর্তিত সাইলেন্সারযুক্ত প্রায় ২০টি বাইক বাজেয়াপ্ত করে এবং মালিকদের জরিমানা করে। পুজােতে চারটি পথ দুর্ঘটনা ঘটে, যার ফলে দুজনের মৃত্যু হয়।
হিন্দুস্থান সমাচার / সোনালি