লাতেহারে পথ দুর্ঘটনায় মৃত এক যুবক
লাতেহার, ৩ অক্টোবর (হি.স.): ঝাড়খণ্ডের লাতেহারে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে , শুক্রবার মানিকা থানা এলাকার এক কলেজের কাছে। জানা গেছে , একটি বাইকের সঙ্গে সামনের দিক থেকে আসা এক পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাটি ঘটে। এক পুলিশ আ
লাতেহারে পথ দুর্ঘটনায় মৃত এক যুবক


লাতেহার, ৩ অক্টোবর (হি.স.): ঝাড়খণ্ডের লাতেহারে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে , শুক্রবার মানিকা থানা এলাকার এক কলেজের কাছে।

জানা গেছে , একটি বাইকের সঙ্গে সামনের দিক থেকে আসা এক পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাটি ঘটে।

এক পুলিশ আধিকারিক জানান , মৃত যুবকের নাম কমল কুজুর (৩০)। তিনি লাতেহার জেলার বারওয়াদির বাসিন্দা। পেশায় শিক্ষক হলেও স্থানীয়ভাবে তিনি একটি বিনামূল্যের ফিটনেস প্রশিক্ষণ কেন্দ্রও চালাতেন। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande