জিন্দ, ৩ অক্টোবর (হি.স.) : মাদক ও নেশা কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে হরিয়ানার জিন্দের সাফিদোঁ গেট এলাকার এক রবি নামের বাসিন্দার ১৪ কেজি ৬০০ গ্রাম মাদক (গাঁজা) সহ গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার প্রশাসনের এক আধিকারিক জানান , টহলদারি চলাকালীন খবর পাওয়া যায় যে, মন্দিরের পেছনের গলিতে এক যুবক প্লাস্টিকের বস্তায় প্রচুর নেশাজাতীয় পদার্থ নিয়ে বিক্রির উদ্দেশ্যে দাঁড়িয়ে রয়েছে। খবরের ভিত্তিতে পুলিশ সেখানে হানা দিয়ে তাকে পাকড়াও করে। পরে তল্লাশি চালিয়ে ওই বস্তা থেকে ১৪ কেজি ৬০০ গ্রাম মাদক (গাঁজা) উদ্ধার হয়। ধৃত রবির বিরুদ্ধে মামলা দায়ের করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য