এবার ডিভিসি নিয়ে তোপ অভিষেকের
কলকাতা, ৩ অক্টোবর, (হি.স.): “দশমী পার হল না, পরিকল্পিত ভাবে ডিভিসিকে দিয়ে বাংলায় বন্যা পরিস্থিতি তৈরি করা হল। মানুষকে বিপদে ফেলা, এটাই বিজেপির বরাবরের স্বভাব। এটা কোনও প্রাকৃতিক বন্যা নয়, এটা ম্যান-মেড বন্যা।” তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষে
অভিষেক বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ৩ অক্টোবর, (হি.স.): “দশমী পার হল না, পরিকল্পিত ভাবে ডিভিসিকে দিয়ে বাংলায় বন্যা পরিস্থিতি তৈরি করা হল। মানুষকে বিপদে ফেলা, এটাই বিজেপির বরাবরের স্বভাব। এটা কোনও প্রাকৃতিক বন্যা নয়, এটা ম্যান-মেড বন্যা।” তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার ডিভিসির জলছাড়া নিয়ে সংবাদমাধ্যমে এই মন্তব্য করেন।

দশমীর উৎসবের আবহও বাদ গেল না রাজনৈতিক তরজা থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই টুইটে ক্ষোভ উগরে দিয়েছেন ডিভিসি-র জল ছাড়া নিয়ে।

এ বার সরব হলেন অভিষেক। তিনি সরাসরি আক্রমণ করলেন বিজেপি-কে।

অভিষেক তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “ওরা পুজোর আনন্দকে নষ্ট করতে বাংলার বিসর্জন চাইলেও, বাংলার বিসর্জন হবে না। বিসর্জন হবে বিজেপির। বাংলায় বিজেপির যত আবর্জনা এখনও পড়ে আছে, ২০২৬-এর ভোটে সেগুলোও নির্মূল হয়ে যাবে।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande