কানহা টাইগার রিজার্ভে এক পূর্ণবয়স্ক বাঘ সহ দুটি শাবকের দেহ উদ্ধার
মণ্ডলা, ৩ অক্টোবর (হি.স.): মধ্যপ্রদেশের মণ্ডলার বিখ্যাত কানহা টাইগার রিজার্ভে এক পূর্ণবয়স্ক বাঘ ও দুটি শাবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে পর্যটকদের জন্য বন সাফারি চালু হওয়ার দ্বিতীয় দিনেই। শুক্রবার বন দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায়
কানহা টাইগার রিজার্ভে এক পূর্ণবয়স্ক বাঘ সহ দুটি শাবকের দেহ উদ্ধার


মণ্ডলা, ৩ অক্টোবর (হি.স.): মধ্যপ্রদেশের মণ্ডলার বিখ্যাত কানহা টাইগার রিজার্ভে এক পূর্ণবয়স্ক বাঘ ও দুটি শাবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে পর্যটকদের জন্য বন সাফারি চালু হওয়ার দ্বিতীয় দিনেই।

শুক্রবার বন দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় মুক্কি রেঞ্জের মাওয়ালায় এক প্রায় ১০ বছরের পুরুষ বাঘের মৃতদেহ উদ্ধার হয়। অন্যদিকে, কানহা রেঞ্জের মুন্ডীদাদর বিট থেকে মাত্র এক-দু’মাস বয়সী দুই শাবকের দেহ পাওয়া যায়।

প্রাথমিকভাবে বন কর্তৃপক্ষের অনুমান, ঘটনাটি বাঘেদের মধ্যে অভ্যন্তরীণ সংঘর্ষের ফল। শাবকদের গলা ও মাথায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে, যা পুরুষ বাঘের আক্রমণের লক্ষণ। ওই এলাকায় নতুন একটি পুরুষ বাঘ প্রবেশ করেছে বলেও ধারণা করা হচ্ছে। অপরদিকে পূর্ণবয়স্ক বাঘটির গলার হাড় ভেঙে গেছে, যা দুই পুরুষ বাঘের লড়াইয়ের প্রমাণ বলে মনে করা হচ্ছে।

এদিন কানহা টাইগার রিজার্ভের পরিচালক জানান, ‘‘এটি ইন্ট্রা-স্পিসিজ কনফ্লিক্ট (একই প্রজাতির মধ্যে সংঘর্ষ)-এর ঘটনা বলেই মনে হচ্ছে। রিজার্ভে ১০০-র বেশি বাঘ রয়েছে। ফলে এলাকা দখল নিয়ে সংঘর্ষ বাড়ছে।’’ তিনি আরও জানান, ময়নাতদন্তের তথ্য পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

প্রসঙ্গত, কানহা টাইগার রিজার্ভটি প্রায় ৯৪০ বর্গকিমি এলাকাজুড়ে বিস্তৃত এবং এটি মধ্যপ্রদেশের বৃহত্তম জাতীয় উদ্যান। এখানে বারাসিঙ্ঘা ও বাঘের জনসংখ্যা নিয়ে গর্ব করা হলেও, একদিনে তিন বাঘের মৃত্যু বন দফতরের উদ্বেগ বাড়িয়েছে। এনটিসিএ-কে (ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি) ঘটনাটি জানানো হয়েছে এবং বন্যপ্রাণীর ক্ষতি এড়াতে মৃতদেহগুলির দাহ সম্পন্ন হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande