ডিমা হাসাওয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন শারদীয় দুর্গা পূজা
হাফলং (অসম), ৩ অক্টোবর (হি.স.) : অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো শারদীয় দুর্গা পূজা। প্রতিকূল আবহওয়ার মধ্যে একদিনেই দিয়ুং নদীতে মায়ের প্রতিমা নিরঞ্জন পর্ব সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে প্ৰবল বৃষ্টিপাতের দরু
ডিমা হাসাওয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন শারদীয় দুর্গা পূজা


হাফলং (অসম), ৩ অক্টোবর (হি.স.) : অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো শারদীয় দুর্গা পূজা। প্রতিকূল আবহওয়ার মধ্যে একদিনেই দিয়ুং নদীতে মায়ের প্রতিমা নিরঞ্জন পর্ব সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার দুপুর থেকে প্ৰবল বৃষ্টিপাতের দরুন দশমীর সব আনন্দ ও উল্লাস ম্লান হয়ে যায়। শান্তিপূর্ণভাবে নিরঞ্জন পর্ব শেষ হলেও দিয়ুং নদীতে যাওয়ার রাস্তায় ট্রাফিক পুলিশের অব্যবস্থার দরুন পূজা কমিটিগুলি তাদের প্রতিমা নিয়ে বিসর্জন ঘাটে যেতে ব্যাপক সমস্যার সম্মুখিন হয়েছে। এনিয়ে পূজা কমিটিগুলির কর্মকর্তাদের মধ্যে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়।

প্রাচীনকাল থেকেই হাফলং শহরে অবস্থিত হ্রদে প্রতিমা নিরঞ্জন হয়ে আসছিল। কিন্তু উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ কর্তৃপক্ষ হাফলং হ্রদ লিজ দেওয়ার পর থেকে বিসর্জন বন্ধ করে দেওয়ার পর থেকে গত কয়েক বছর থেকে দিয়ুং নদীতে সম্পন্ন করা হয় নিরঞ্জন পর্ব।

এদিকে এবার ডিমা হাসাও জেলায় মোট পূজোর সংখ্যা ছিল ৫৬। তার মধ্যে হাফলং শহরে পূজার সংখ্যা ছিল ২২টি। এবার সপ্তমী থেকেই শৈলশহরের পূজা প্যান্ডেলে দর্শনার্থীর ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে অষ্টমীতে বৃষ্টির জেরে কিছুটা সমস্যায় পড়েছিলেন পুজোর দর্শনার্থীরা। সব মিলিয়ে এই পাহাড়ি জেলা সদরে এক প্রকার আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসব।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande