কলকাতা, ৩ অক্টোবর, (হি.স.): রবিবার রেড রোডে দুর্গা পুজোর কার্নিভাল। সেদিনই শহরে প্রতিবাদ মিছিল করতে চেয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ‘খোলা হাওয়া’ নামে একটি সংগঠন। পুলিশকে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।
ওই মামলার সওয়াল জবাবকে কেন্দ্র করেই ফের শুরু হয় রাজনৈতিক বিতর্ক। দুপক্ষের সওয়াল জবাব শেষে আদালত জানিয়ে দেয়, কার্নিভালের জন্য প্রচুর পুলিশ থাকবে, তা অস্বীকার করা যায় না। কিন্তু বারোজনের মৃত্যুর কথা মাথায় রেখে পুলিশকে মিছিলের অনুমতি দিতে হবে। আদালতের নির্দেশ—মিছিল দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। পুলিশকে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত