ডোমকলে বাড়িতে মজুত রাখা বোমা ফেটে মৃত্যু বধূর, স্বামীকে গ্রেফতার
মুর্শিদাবাদ, ৩ অক্টোবর (হি.স.): একাদশীর সকালে ভয়ংকর কাণ্ড। বাড়িতে মজুত রাখা বোমা ফেটে মৃত্যু বধূর! ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল দেখা দেয় ডোমকলে। মৃতার নাম ছিদ্দাতন বিবি (৪৯)। ঘটনাটি ঘটে ডোমকলের ঘোড়ামারা কামুড়দিয়াড় ঘাটপাড়া এলাকায়। ঘটনায় ব্
ডোমকলে বাড়িতে মজুত রাখা বোমা ফেটে মৃত্যু বধূর, স্বামীকে গ্রেফতার


মুর্শিদাবাদ, ৩ অক্টোবর (হি.স.): একাদশীর সকালে ভয়ংকর কাণ্ড। বাড়িতে মজুত রাখা বোমা ফেটে মৃত্যু বধূর! ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল দেখা দেয় ডোমকলে। মৃতার নাম ছিদ্দাতন বিবি (৪৯)।

ঘটনাটি ঘটে ডোমকলের ঘোড়ামারা কামুড়দিয়াড় ঘাটপাড়া এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। কোথা থেকে মহিলার বাড়িতে বোমা এল? কে বা কারা কী কারণে বোমা রেখেছিল? তদন্তে নেমেছে ডোমকল থানার পুলিশ। মৃতার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুরু তদন্ত।

স্থানীয় সূত্রে জানা যায়, মহিলার বাড়িতে বালতির মধ্যে বোমা রাখা ছিল। সেই বোমা বিস্ফোরণ ঘটে কেলেঙ্কারি কাণ্ড ঘটল। গুরুতর আহত হন ছিদ্দাতন বিবি। তাঁকে উদ্ধার করে স্থানীয়রা তড়িঘড়ি ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু শেষরক্ষা হল না। কর্তব্যরত চিকিৎসকরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande