দার্জিলিং, ৩ অক্টোবর, (হি.স.): একদম অন্যরকম প্রতিমা নিরঞ্জন হল শুক্রবার। বিসর্জনের সময় শহর থেকে গ্রামে রাস্তায় শোভাযাত্রা বের করে নিয়ে যাওয়া হয় দুর্গা প্রতিমা৷ এবার সেই বিসর্জনের শোভাযাত্রা রাস্তায় নয়, এগোল রেলের ট্র্যাকের উপর দিয়ে৷ দার্জিলিংয়ে টয়ট্রেনে চেপে পাহাড়ে প্রায় ১২ কিলোমিটার পথ পরিক্রমা করে কৈলাসে ফিরলেন দেবী দুর্গা৷
ব্রিটিশ আমলে পাহাড়ে টয়ট্রেনে করে প্রতিমা নিয়ে যাওয়া হত সমতল থেকে। তখন পাহাড়ে দুর্গাপুজো ছিল হাতে গোনা। রাজা নৃপেন্দ্রনারায়ণ ব্রিটিশ আমলে দুর্গাপুজোর প্রচলন শুরু করেছিলেন পাহাড়ে। সেই সময়েই শিলিগুড়ির কুমোরটুলি থেকে প্রতিমা টয়ট্রেনে করে নিয়ে যাওয়া হত শৈলরানিতে। কারণ পাহাড়ি রাস্তায় তখন কোনও যান চলাচল করত না। স্বাভাবিক কারণেই টয়ট্রেনই তখন ছিল পাহাড় ও সমতলের মাঝে যাতায়াতের একমাত্র মাধ্যম।
আধুনিকতার ছোঁয়ায় এখন পাহাড়ে সবরকমের যানই চলাচল করে। তবে প্রতিমা আনা বা বিসর্জন বড় বড় ট্রাকে, পালকিতে করে করা হয়৷ আবার কখনও নৌকাতেও নিয়ে যাওয়া হয় প্রতিমা। কিন্তু এবার একেবারে অন্যরকম বিসর্জনের ছবি দেখল পাহাড়৷
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত