ঝাড়গ্রাম, ৩ অক্টোবর (হি.স.): পুজোর কয়েকদিন হাতির দলকে নিয়ন্ত্রণে রাখতে পারলেও বিজয়া দশমীর রাতে ঝড়-বৃষ্টির সময় একটি দলছুট হাতি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে ব্যাপক ক্ষতি করেছে। ঝড়ো হাওয়া ও বৃষ্টির মধ্যে ওড়িশা সীমান্তবর্তী এলাকায় অবস্থিত বড়ামারা প্রাথমিক বিদ্যালয়ের মূল দরজা, বারান্দা ও কংক্রিটের পিলার ভেঙে দেওয়া সহ বিদ্যালয়ের মিডডে মিলের চাল-ডাল খাওয়ার চেষ্টা করেছে হাতিটি।
স্থানীয় বনদফতর সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে নয়াগ্রাম ব্লকের কেশররেখা রেঞ্জের বড়ামারা বিটের ওই প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। জানা গেছে, নয়াগ্রামের দিক থেকে ওড়িশার দিকে হাতির দলকে ড্রাইভ করানোর সময় ১২–১৫টির মধ্যে একটি হাতি দলছুট হয়ে যায়। পুজোর ছুটিতে স্কুল বন্ধ থাকায় শুধু মিডডে মিলের কিছু খাবার রয়ে গিয়েছিল, সেই খাবারের টানে হাতিটি স্কুলে ঢুকেছিল বলে মনে করা হচ্ছে।
আড়রা অঞ্চলের তৃণমূল সভাপতি হরিশ চন্দ্র সিং জানান, ১৫–২০টি হাতির দল এলাকায় অবস্থান করছে। তার মধ্যে একটি হাতি স্কুলের মিডডে মিলের রান্নার সামগ্রী খেতে ঢুকেছে। স্কুলের গেট, বারান্দা ভেঙে দিয়েছে এবং কিছু চালও খেয়ে ফেলেছে।
অন্যদিকে, খড়্গপুর ডিভিশনের ডিএফও মনীষ যাদব জানান, বড়ামারা এলাকায় একটি হাতির দল রয়েছে, তবে স্কুলের ক্ষতি করছে ওই দলেরই একটি দলছুট হাতি।
---------------
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো