কলকাতা, ৩ অক্টোবর, (হি.স.): ৪ঠা অক্টোবর কলকাতা নামবে স্বাধীন প্যালেস্টাইনের পক্ষে। শুক্রবার এই সমাবেশের কথা জানিয়েছেন সিপিএম-এর মুখপাত্র তথা দলের রাজ্য কমিটির সদস্য মধুজা সেনরায়।
সমাবেশের কারণ হিসাবে তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, “... ত্রাণতরীর ওপর ইজরায়েলি আক্রমণের প্রতিবাদে... গ্রেটা থুনবার্গ সহ সমস্ত বন্দীদের মুক্তির দাবিতে... গাজায় গণহত্যা বন্ধের দাবিতে এবং মার্কিন মদতপুষ্ট যুদ্ধাপরাধী ইজরায়েলকে তীব্র ধিক্কার জানাতে...। ”
এই সঙ্গে লিখেছেন, “চাড্ডিবাহিনীর জন্য বিশেষ দ্রষ্টব্য:- বাংলাদেশ, মুর্শিদাবাদ নিয়ে প্রশ্ন করার আগে CPIM West Bengal page থেকে একবার ভালো করে ঘুরে আসবেন...।”
এর আগে শুক্রবার তিনি সামাজিক মাধ্যমে অপর পোস্টে লিখেছেন, “গতকাল একা এগিয়ে চলেছে ম্যারিনেট...ইজরায়েল এর হাতে আটক হয়েছে এই শেষতম জাহাজটিও... কি ছিল, এই ৪৩টা জাহাজে? খাবার, জল, ওয়াটার ফিল্টার, বেবি ফুড, প্রয়োজনীয় ওষুধ... প্যালেস্টাইনের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন... নাহ্, সাহায্য পৌঁছয়নি ওদের কাছে... আটক হয়েছেন গ্রেটা থুনবার্গ, নেলসন ম্যান্ডেলার পৌত্র মান্ডোলা ম্যান্ডেলা সহ প্রায় ৪০০ স্বেচ্ছাসেবক... ইজরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রীর মতে এনারা সবাই নাকি সন্ত্রাসী....
ফ্লোটিলা সুমুদ অবরোধ ভেঙে সাহায্য পৌঁছতে গেছিল... হয় তারা ইজরায়েলের হাতে বন্দী, অথবা যোগাযোগ করা যাচ্ছে না জাহাজ গুলির সাথে...
আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করেই জাহাজগুলিকে আটক করেছে ইজরায়েল... সারা পৃথিবীর শান্তিকামী মানুষ, মানবতার পক্ষে দাঁড়ানো মানুষ জানতেন, জানতেন ফ্লোটিলার সদস্যরাও কি পরিণতি হতে চলেছে... তারপরেও জাহাজ ছেড়েছে... ওঁরা গান গেয়েছেন মাঝ সমুদ্রেও... প্রায় ৪০০ জন স্বেচ্ছাসেবক কিভাবে ছাড়া পাবেন, আদৌ ছাড়া পাবেন কি না, কেউ জানিনা আমরা... শুধু এটুকু জানি, ইতিহাসে লেখা থাকবে এই চেষ্টার কথা... লেখা থাকবে, গত তিনদিনেও প্রায় ১০০ জন প্যালেস্টাইন বাসী খুন হয়েছেন ইজরায়েলের হাতে...
প্যালেস্তাইন একদিন দখল মুক্ত হবে, হতেই হবে... সেদিন লেখা হবে ফ্লোটিলার কথা, লেখা হবে ইতালির মিলানে বিক্ষোভে ফেটে পড়া শ্রমিকের কথা... একদা মুসোলিনির দেশের শ্রমিকরা ধর্মঘটের ডাক দিয়েছে... ডক থেকে ইজরায়েলের জন্য কোনো সাহায্য যাবেনা, ঘোষণা করেছেন তাঁরা... প্রবল পরাক্রমশালী ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে দুই পাইলট বলেছেন, তাঁরা ইজরায়েলের জন্য অস্ত্র নিয়ে যেতে পারবে না... পেন্টাগনে ডেকে নিয়ে অ্যারেস্ট করা হয়েছিল তাঁদের... তাঁদেরও খবর নেই অনেকদিন...
এরকম অনেকে খবরহীন হতে হতে একদিন খবর হবে...প্যালেস্টাইন স্বাধীন হলো...সারা পৃথিবীর মানবতা কামী, শান্তিকামী, স্বাধীনতা প্রেমী মানুষকে আজ লড়ে যেতেই হবে...সাম্রাজ্যবাদের অন্যতম প্রতিভূ ট্রাম্প,নেতানিয়াহুকে হারাতে হবে... হারাতে হবে ওদের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন নিজের দেশের ছোট বড় রাক্ষসদেরকেও...
সাম্রাজ্যবাদ শুধু বইয়ের পাতায় নেই, আছে ট্রাম্প আর নেতানিয়াহুর গর্জনে, ত্রাণতরী আটকের ঔদ্ধত্যে, ভারতীয় সিনেমায় ১০০ শতাংশ শুল্ক চাপানোর ট্রাম্পীয় সিদ্ধান্তে, ভারত থেকে আমেরিকায় পরিজনের জন্য জিনিস পাঠানোর বর্ধিত মাশুলে,আছে প্যালেস্টাইনের প্রতি সংহতি জানাতে চেয়ে মিছিল করতে চাইলে প্রশাসনিক টালবাহানায়, প্যালেস্টাইনের মুক্তির লড়াইকে ধর্মীয় পরিচিতিতে আটকে রাখার প্রয়াসে...
প্যালেস্টাইন থেকে নিজের দেশে ফেরার তাচ্ছিল্যভরা সুচতুর উপদেশও....
সবটা একসূত্রে গাঁথা... তাই লড়াইটাও একসাথে লড়তে হবে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে... মুক্তির পক্ষে, স্বাধীনতার পক্ষে, মানবতার পক্ষে...”।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত