ঠাকুর দেখানোর নাম করে নিয়ে গিয়ে নাবালিকাকে গণধর্ষণ, গ্রেফতার ৩
কলকাতা, ৩ অক্টোবর (হি. স. ) : নবমীর রাতে ঠাকুর দেখানোর নাম করে নিয়ে গিয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল। মুর্শিদাবাদের বহরমপুরের সাটুইয়ের ঘটনা। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, নবমীর রাতে নাবালিকা
ঠাকুর দেখানোর নাম করে নিয়ে গিয়ে নাবালিকাকে গণধর্ষণ, গ্রেফতার ৩


কলকাতা, ৩ অক্টোবর (হি. স. ) : নবমীর রাতে ঠাকুর দেখানোর নাম করে নিয়ে গিয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল। মুর্শিদাবাদের বহরমপুরের সাটুইয়ের ঘটনা। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, নবমীর রাতে নাবালিকাকে ঠাকুর দেখানোর নাম করে ডেকে নিয়ে যায় এক বন্ধু। সে পরিচিত হওয়ায় আপত্তি করেননি পরিবারের সদস্যরাও। এলাকারই এক কার্লভাটে মদ্যপ অবস্থায় বসেছিল ওই যুবকের দুই বন্ধু। অভিযোগ, এরপরই তারা জোট বেঁধে নাবালিকাকে এলাকার একটি ইটভাটায় নিয়ে যায়। সেখানে তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। কোনোক্রমে বাড়ি ফেরে নির্যাতিতা। বাড়িতে ফিরে সে গোটা বিষয়টি জানায়। এরপরই সাটুই থানার পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানান নাবালিকার পরিবারের লোকজন। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার পরিবারের সদস্যরা।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande