শিমলা, ৪ অক্টোবর (হি.স.): হিমাচল প্রদেশের শিমলায় মৌমাছির কামড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন দুই মহিলা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রামপুর তহসিলের অন্তর্গত জুলি পঞ্চায়েতে শুক্রবার ঘটনাটি ঘটে।নিহত ব্যক্তির নাম কোক চাঁদ (৪৮)। তিনি তার স্ত্রী মীনা দেবী ও অপর এক মহিলা সন্তু দেবীর সঙ্গে মাঠে ঘাস কাটার সময় হঠাৎ গাছের একটি মৌচাক থেকে অসংখ্য মৌমাছি বেরিয়ে এসে তাদের আক্রমণ করে।
প্রথমে তিনজনই গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কোক চাঁদকে মৃত ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন