মেলার জন্য ঝাঁমতপুর বাহারান স্টেশনে এক মিনিট অতিরিক্ত বিরতি
কলকাতা, ৩ অক্টোবর, (হি.স.): ঝাঁমতপুর গ্রামে শ্রীপত মেলা চলাকালীন প্রত্যাশিত ভিড় মোকাবেলা করার জন্য পূর্ব রেলওয়ের হাওড়া বিভাগ বাড়তি ব্যবস্থা নিচ্ছে। ০৪.১০.২০২৫ থেকে ০৬.১০.২০২৫ পর্যন্ত কাটোয়া-আজিমগঞ্জ সেকশনের ঝাঁমতপুর বাহারান স্টেশনে ৫৩০১৪ ব্যতীত
মেলার জন্য ঝাঁমতপুর বাহারান স্টেশনে এক মিনিট অতিরিক্ত বিরতি


কলকাতা, ৩ অক্টোবর, (হি.স.): ঝাঁমতপুর গ্রামে শ্রীপত মেলা চলাকালীন প্রত্যাশিত ভিড় মোকাবেলা করার জন্য পূর্ব রেলওয়ের হাওড়া বিভাগ বাড়তি ব্যবস্থা নিচ্ছে।

০৪.১০.২০২৫ থেকে ০৬.১০.২০২৫ পর্যন্ত কাটোয়া-আজিমগঞ্জ সেকশনের ঝাঁমতপুর বাহারান স্টেশনে ৫৩০১৪ ব্যতীত সমস্ত আপ এবং ডাউন যাত্রীবাহী ট্রেনের জন্য নির্ধারিত এক মিনিটের স্টপেজের পরিবর্তে দুই (২) মিনিটের স্টপেজের ব্যবস্থা করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande