সুলতানপুর, ৩ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের সুলতানপুর জেলায় একটি রেল দুর্ঘটনা ঘটে । ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে অখণ্ডনগর থানার অন্তর্গত এলাকায়। অযোধ্যা-বারাণসী রেলপথে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয় এক ব্যক্তির। এক পুলিশ আধিকারিক জানান, অযোধ্যা-বারাণসী রুটের সাজমপুর রেলক্রসিংয়ের কাছে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য পাঠায় । মৃত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন