কলকাতা, ৩ অক্টোবর, (হি.স.): ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন শুরু হওয়ার আগে পশ্চিমবঙ্গের প্রস্তুতি খতিয়ে দেখতে আসছে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিদল। এসআইআর-এর চূড়ান্ত দিনক্ষণ এখনও ঠিক হয়নি, তবু রাজ্যের প্রস্তুতি চলছে পূর্ণ মাত্রায়।
জানা যাচ্ছে, ৮ অক্টোবর কমিশনের প্রতিনিধিরা ভার্চুয়াল বৈঠকে প্রতিটি জেলার জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক (নির্বাচন), ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং তথ্যপ্রযুক্তি কর্মীদের সঙ্গে প্রস্তুতি পর্যালোচনা করবেন।
প্রতিনিধিদলে থাকবেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, কমিশনের তথ্যপ্রযুক্তি শাখার ডিজি সীমা খান্না এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত