এনএফ রেল পরিচালিত কয়েকটি ট্রেনের সময়সূচি পুনর্নির্ধারণ, পথ পরিবর্তন এবং নিয়ন্ত্রণ
গুয়াহাটি, ৩ অক্টোবর (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের আলিপুরদুয়ার ডিভিশনের সিভোক-রংপো প্রকল্পের অধীনে ইয়ার্ড রি-মডেলিঙের জন্য সিভোক স্টেশনে ৮ ও ৯ অক্টোবর প্রি-নন-ইন্টার লকিং কাজ এবং ১০ থেকে ১৫ অক্টোবর নন-ইন্টার লকিং কাজের পরিপ্রেক্ষিতে কয়েকটি ট্
যাত্ৰীবাহী ট্ৰেন (ফাইল ফটো)


গুয়াহাটি, ৩ অক্টোবর (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের আলিপুরদুয়ার ডিভিশনের সিভোক-রংপো প্রকল্পের অধীনে ইয়ার্ড রি-মডেলিঙের জন্য সিভোক স্টেশনে ৮ ও ৯ অক্টোবর প্রি-নন-ইন্টার লকিং কাজ এবং ১০ থেকে ১৫ অক্টোবর নন-ইন্টার লকিং কাজের পরিপ্রেক্ষিতে কয়েকটি ট্রেনের সময়সূচি পুনর্নির্ধারণ, পথ পরিবর্তন এবং নিয়ন্ত্রণ করা হবে।

আজ শুক্রবার এক প্রেস বিবৃতিতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা বিস্তারিত তথ্য দিয়ে এ খবর জানান। বিবৃতি অনুয়ায়ী পুনর্নির্ধারিত ট্রেনের সময়সূচি -

ট্রেন নম্বর ৭৫৭১৪ বামনহাট-শিলিগুড়ি জংশন ডেমু-র সময়সূচি পরিবর্তন করে ৮ থেকে ১১ অক্টোবর ০৫:০০ ঘণ্টার পরিবর্তে ০৮:০০ ঘণ্টায় পুনৰ্নির্ধারণ করা হয়েছে।

ট্রেন নম্বর ৭৫৭২৫ শিলিগুড়ি জংশন-নিউ বঙাইগাঁও ডেমু-র সময়সূচি পরিবর্তন করে ৮ থেকে ১১ অক্টোবর ১০:৫০ ঘণ্টার পরিবর্তে ১৩:০০ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে।

ট্রেন নম্বর ৭৫৭২৬ নিউ বঙাইগাঁও-শিলিগুড়ি জংশন ডেমু-র সময়সূচি পরিবর্তন করে ১৫ অক্টোবর ০৬:৩০ ঘণ্টার পরিবর্তে ০৯:৩০ ঘণ্টায় পুনৰ্নির্ধারণ করা হয়েছে।

ট্রেন নম্বর ৭৫৭১৩ শিলিগুড়ি জংশন-বামনহাট ডেমু-র সময়সূচি পরিবর্তন করে ১৫ অক্টোবর ১৬:০৫ ঘণ্টার পরিবর্তে ১৭:৩০ ঘণ্টায় পুনৰ্নির্ধারণ করা হয়েছে।

ট্রেন নম্বর ১৫৬২১ কামাখ্যা-আনন্দ বিহার টার্মিনাল এক্সপ্রেসের সময়সূচি পরিবর্তন করে ৯ অক্টোবর ০৫:০০ ঘন্টার পরিবর্তে ০৬:০০ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে।

ট্রেন নম্বর ১৫৪৮৩ আলিপুরদুয়ার জংশন-দিল্লি সিকিম মহানন্দা এক্সপ্রেসের সময়সূচি পরিবর্তন করে ১০ ও ১৫ অক্টোবর ১০:৩০ ঘণ্টার পরিবর্তে যথাক্রমে ১৩:০০ ঘণ্টা এবং ১৪:০০ ঘণ্টায় পুনৰ্নির্ধারণ করা হয়েছে।

ট্রেন নম্বর ১৩২৪৭ কামাখ্যা-রাজেন্দ্র নগর ক্যাপিটেল এক্সপ্রেসের সময়সূচি পরিবর্তন করে ১০ ও ১৫ অক্টোবর ০৬:১৫ ঘণ্টার পরিবর্তে যথাক্রমে ০৮:০০ ঘণ্টা এবং ১০:০০ ঘণ্টায় পুনৰ্নির্ধারণ করা হয়েছে।

এছাড়া যে সব ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে সেগুলি যথাক্রমে ট্রেন নম্বর ১৩২৪৮ আরা–কামাখ্যা ক্যাপিটেল এক্সপ্রেস ১৪ অক্টোবর শিলিগুড়ি জংশন, নিউ জলপাইগুড়ি জংশন, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বঙাইগাঁও হয়ে চলবে এবং জলপাইগুড়ি রোড, ধূপগুড়ি, ফালাকাটা, নিউ কোচবিহার এবং নিউ আলিপুরদুয়ারে অস্থায়ী স্টপেজ দেওয়া হবে৷

ট্রেন নম্বর ১৯৬১৫ উদয়পুর সিটি–কামাখ্যা কবিগুরু এক্সপ্রেস ১৩ অক্টোবর নিউ জলপাইগুড়ি জংশন, রানিনগর জলপাইগুড়ি, ধূপগুড়ি, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, শামুকতোলা রোড, নিউ বঙাইগাঁও এবং নিউ কোচবিহারে অস্থায়ী স্টপেজ দেওয়া হবে।

যে সব ট্রেন নিয়ন্ত্রণ করা হবে সেগুলি যথাক্রমে ট্রেন নম্বর ১৫৪৮৪ দিল্লি-আলিপুরদুয়ার জংশন সিকিম মহানন্দা এক্সপ্রেস ১৪ অক্টোবর কাটিহার ডিভিশনে যথাযথভাবে নিয়ন্ত্রণ করা হবে।

ট্রেন নম্বর ১৫৪৬৮ বামনহাট–শিলিগুড়ি জংশন এক্সপ্রেস ১৫ অক্টোবর যথাযথভাবে চলাচলের জন্য নিয়ন্ত্রণ করা হবে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande