হাফলং (অসম), ৩ অক্টোবর (হি.স.) : দুর্গা প্রতিমা নিরঞ্জন দেখতে গিয়ে সন্ধানহীন হাডিংমার বছর ২৪-এর যুবতীকে উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে গুরুতর আহত অবস্থায় ওই যুবতীকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। হাফলং সিভিল হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।
বৃহস্পতিবার ছিল বিজয়া দশমী। প্রতিবছরের মতো হাফলং থেকে প্রায় সাত কিলোমিটার দূরবর্তী দিয়ুং নদীতে দেবী দুর্গা প্রতিমার নিরঞ্জন পর্ব অনুষ্ঠিত হয়। গতকাল সন্ধ্যায় দুৰ্গা প্ৰতিমার নিরঞ্জন দেখতে মা ও বাবার সঙ্গে দিয়ুং নদীর পাড়ে এসেছিল যুবতীটি।
যুবতীর পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল দিয়ুং নদীর পাড়ে তাঁরা বিসৰ্জন ঘাটের কাছে একটি স্টল খুলেছিল। যুবতীটি তার মা বাবার সঙ্গে তখন নিরঞ্জন পৰ্ব দেখতে যায়। পরিবারের অভিযোগ, বাড়ি ফেরার পথে তিন ডিমাসা যুবক ওই যুবতীকে অটোয় তুলে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন চালিয়ে রাস্তার পাশে জঙ্গলে ফেলে দিয়ে যায়।
এদিকে আজ সকালে যুবতীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তার পরিবারকে খবর দেন। পাশাপাশি যুবতীকে তাঁরা হাফলং সিভিল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। জানা গেছে, যুবতীর পুরো শরীরে, মুখে আঘাতের চিহ্ন রয়েছে। সন্দেহ করা হচ্ছে, তার ওপর শারীরিক নির্যাতন চালিয়ে ধর্ষণ করে তাকে রাস্তার পাশে ফেলে দিয়েছে ওই তিন যুবক।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব