মত্ত অবস্থায় ডিউটি করার অভিযোগে ট্রাফিক ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা
হুগলি, ৩ অক্টোবর, (হি.স.): উর্দি পরা অবস্থাতেই মদ্যপান করে বেসামাল। দশমীর রাতে মত্ত অবস্থায় ডিউটি করার অভিযোগ হুগলির শ্রীরামপুরের ট্রাফিক ইন্সপেক্টর রাজেশ মণ্ডলের বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। সূত্রের খবর, শুক্রবার ওই ট্রাফিক পুল
মত্ত অবস্থায় ডিউটি করার অভিযোগে ট্রাফিক ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা


হুগলি, ৩ অক্টোবর, (হি.স.): উর্দি পরা অবস্থাতেই মদ্যপান করে বেসামাল। দশমীর রাতে মত্ত অবস্থায় ডিউটি করার অভিযোগ হুগলির শ্রীরামপুরের ট্রাফিক ইন্সপেক্টর রাজেশ মণ্ডলের বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। সূত্রের খবর, শুক্রবার ওই ট্রাফিক পুলিশ কর্মীকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে।

অভিযোগ, দশমীর রাতে মত্ত অবস্থায় ওই পুলিশ কর্মী শ্রীরামপুর বটতলা এলাকায় ডিউটি করছিলেন। ডিউটিরত অবস্থাতেই ওই পুলিশ কর্মীকে বেসামাল হতে লক্ষ্য করেন সহকর্মীরা। স্থানীয় কয়েকজন বাসিন্দাও বিষয়টি লক্ষ্য করে ঘটনাস্থলে জড়ো হন।

অনেকে ওই পুলিশ কর্মীকে মারধর করারও চেষ্টা করেন বলে অভিযোগ। অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই সহকর্মীরা ওই পুলিশ কর্মীকে অন্যত্র সরিয়ে নিয়ে গিয়েছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande