কলকাতা, ৩ অক্টোবর, (হি.স.):পাখির চোখ ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। তা মাথায় রেখে জনসংযোগ আরও জোরদার করত বিজয়া উপলক্ষে মেগা কর্মসূচি শাসকদল তৃণমূল কংগ্রেসের। রাজ্যের প্রতিটি ব্লকে হবে বিজয়া সম্মিলনী। বক্তাদের তালিকায় থাকবেন ৫০জনেরও বেশি নেতা। আগামী ৫ অক্টোবর, রবিবার থেকে শুরু তৃণমূলের এই কর্মসূচি।
দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচির কথা জানিয়েছেন। সেই মতো দলের কিছু সাংসদ, বিধায়ক, মন্ত্রী, ছাত্রনেতা-সহ প্রায় ৫০-এর বেশি নেতা রাজ্যের প্রতিটি ব্লকে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দেবেন। তাঁরা বিভিন্ন প্রান্তে যাবেন। কথা বলবেন সাধারণ মানুষের সঙ্গে।
রাজ্যজুড়ে বিজয়া সম্মিলনী নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতে তৃণমূলের নতুন হাতিয়ার বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত