পুজোর কার্নিভাল মিটলেই ডিভিসির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে তৃণমূল
কলকাতা, ৩ অক্টোবর, (হি.স.): পুজোর কার্নিভাল মিটলেই ডিভিসির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামবে তারা। প্রয়োজনে ডিভিসির দফতর দিন-রাত ঘেরাও করে রাখার কর্মসূচিও নেওয়া হচ্ছে। তৃণমূলের তরফে এ কথা জানিয়ে দেওয়া হল। এর পাশাপাশি শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধা
পুজোর কার্নিভাল মিটলেই ডিভিসির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে তৃণমূল


কলকাতা, ৩ অক্টোবর, (হি.স.): পুজোর কার্নিভাল মিটলেই ডিভিসির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামবে তারা। প্রয়োজনে ডিভিসির দফতর দিন-রাত ঘেরাও করে রাখার কর্মসূচিও নেওয়া হচ্ছে। তৃণমূলের তরফে এ কথা জানিয়ে দেওয়া হল।

এর পাশাপাশি শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমে জানান, প্রতি বছর ডিভিসিকে অস্ত্র করে বাংলায় ‘ম্যান-মেড বন্যা’ তৈরি করা হয়। দুর্গাপুজোর মতো আনন্দঘন সময়ে সাধারণ মানুষের জীবন বিপন্ন করা হয় রাজনৈতিক প্রতিহিংসায়। কারণ, বাংলার মানুষ বিজেপিকে ভোটে প্রত্যাখ্যান করেছে।”

তিনি হুঁশিয়ারি দেন, “২০২৪-এর মতোই, ২০২৬-এও বাংলার মানুষ বিজেপিকে এবং দিল্লির জমিদারদের একসঙ্গে বিসর্জন দেবে।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande